নিউজ ডেস্কঃ চাঁদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সওজ চাঁদপুর বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের ওয়ারলেস মোড় থেকে বাবুরহাট বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী।
সওজ চাঁদপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল্লাহ ভূঁঞা বলেন, বেশ কিছুদিন সময় নিয়ে অবৈধ স্থাপনার তালিকা করে আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়কের পাশে জেলা পরিষদের স্থাপনায় কিছু মামলা থাকায় সেগুলো উচ্ছেদ করা সম্ভব হয়নি। পরবর্তীকালে আদালত যখন রায় দেবে, তখন সেগুলোও উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করে সওজ চাঁদপুর বিভাগের কর্মকর্তা ও চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা।