নিউজ ডেস্কঃ গ্রেপ্তার দাবির পর এবার নিজেই হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মুবারক উল্লাহর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকাতাদির চৌধুরী। শনিবার (১ মে) সন্ধ্যায় সংসদ সদস্য মোকতাদিরের পক্ষে পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল জব্বার মামুন এজহারটি সদর থানায় জমা দেন।
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় হেফাজতের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে এটিই প্রথম কোনো লিখিত অভিযোগ দেওয়া হলো থানায়। এজহারে সাজিদুর রহমান ও মুবারক উল্লাহসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনকে আসামি করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।