নিউজ ডেস্কঃ চট্টগ্রামে একদিনে আরও ৪২১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে চার জনের। জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী শুক্রবার জানান, গত ২৪ ঘণ্টায় ১১টি পরীক্ষাগারে ১ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ৪২১ জনের ‘পজিটিভ’ আসে। সেই হিসাবে শনাক্তের হার ৩৪ দশমিক ১৭ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার চট্টগ্রামে একদিনে রেকর্ড ৫৫২ জন শনাক্তের খবর আসে। জেলায় শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৭৭ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয় জানায়, নতুন রোগীদের মধ্যে ২৮৪ জন চট্টগ্রাম মহানগরীর এবং ১৩৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ৩৬ জন সীতাকুণ্ডের এবং ৩০ জন মিরসরাইয়ের। মহামারী শুরুর পর চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৫৯ হাজার ৭৩৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন, তাদের ৭১০ জনের মৃত্যু হয়েছে।