নিউজ ডেস্কঃ কক্সবাজারে ‘বিয়ের তিনদিন আগে’ এক তরুণীর মুখ এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, রাত ৯টায় কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকা থেকে এসিড ছুড়ে তরুণীর মুখ ঝলসে দেওয়ার অভিযোগে নুরুল আবছার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেছেন, সোমবার ভোররাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকায় এ ঘটনা ঘটে। ভূক্তভোগী তরুণী তৈয়বা বেগম (২২) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকার মোজাফ্ফর আহমদের মেয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ওই তরুণী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভূক্তভোগী পরিবারের বরাতে তিনি বলেন, তিন মাস আগে তৈয়বা বেগমের ছোট ভাই আজিজ মওলা প্রতিবেশী বাদশা মিয়ার তামাক ক্ষেতে দিনমজুর হিসেবে খাটে। তার ভাই মজুরি বাবদ কিছু টাকা পেতেন। এনিয়ে বাদশা মিয়ার ছেলে নুরুল আবছারের সঙ্গে আজিজ মওলার মধ্যে বিরোধ হয়। এতে ক্ষিপ্ত হয়ে নুরুল আবছার লোকজন নিয়ে মাস দুয়েক আগে তৈয়বাদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে ‘মামলা করার প্রচেষ্টায় ছিল’। এতে দুই পরিবারের মধ্যে আরও বিরোধ সৃষ্টি হয়।