News71.com
 Bangladesh
 07 Jul 21, 11:23 AM
 597           
 0
 07 Jul 21, 11:23 AM

চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনা শনাক্তের হার॥  

চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনা শনাক্তের হার॥   

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চারজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৬১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৩৯ শতাংশ।আজ বুধবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬২ হাজার ২০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৩৫ জন।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৬৫ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৪৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই উপজেলার বাসিন্দা। গতদিন চট্টগ্রামে ১ হাজার ৮৯০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬৬২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৫ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় নয় ব্যক্তির মৃত্যু হয়। চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন