নিউজ ডেস্কঃ কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় বালু বোঝাই ট্রাক্টরকে চাপা দিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যানচালক লিটন (৪০)। এতে গুরুতর আহত হয়েছেন হাড়িখোলা গ্রামের ট্রাক্টরচালক আমির হোসেন। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বালু শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন। এসময় আহত হন দুই গাড়ির চালক। এ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কাভার্ডভ্যানের চালক লিটনের। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।v