নিউজ ডেস্কঃ ইয়াবা, ফেনসিডিল, মদ, গাঁজা ও নগদ প্রায় দেড় লাখ টাকাসহ কুমিল্লায় প্রবাসী ছয় মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১১ এর সদস্যরা। রোববার (৮ আগস্ট) বিকেলে র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসাইন এ তথ্য জানান।আটকরা হলেন- একই উপজেলার বাখরাবাদ গ্রামের মৃত. রুস্তম আলীর ছেলে মো. এমদাদুল হক (৪০) ও তার শ্বশুর বড়দৌল গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আব্দুল মতিন (৬২), বাখরাবাদ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. আবু কাউছার (২৬), ধনুয়াখোলা গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে মো. তৌহিদুল ইসলাম (২৮), একই গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া (২৭), তাজুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন (২৭)। র্যাব জানায়, কুমিল্লা সদরের বাখরাবাদ গ্রামের কয়েকটি পরিবারের সদস্যরা সৌদি আরবে থাকেন। বিভিন্ন সময়ে দেশে এসে বড় পরিসরে মাদকদ্রব্য বিক্রি করেন তারা। মাদকের বড় ধরনের চালানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে পুনরায় তারা প্রবাসে পাড়ি জমান— এমন তথ্যের ভিত্তিতে সেখানে গোয়েন্দা নজরদারি রাখা হয়।