News71.com
 Bangladesh
 13 Aug 21, 11:09 PM
 853           
 0
 13 Aug 21, 11:09 PM

সাতছড়িতে গুলিসহ ১২টি বন্দুক ও পিস্তল উদ্ধার॥

সাতছড়িতে গুলিসহ ১২টি বন্দুক ও পিস্তল উদ্ধার॥

নিউজ ডেস্কঃ সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও মিলেছে অস্ত্রের সন্ধান। সাতদিন ধরে অভিযান চালিয়ে সেখান থেকে নয়টি একনালা বন্দুক, তিনটি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ আগস্ট) রাত সোয়া ৮টায় এ তথ্য জানান বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী। তিনি বলেন, হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে তিন মাস ধরে বিজিবি’র অনুসন্ধান চলছিল। গত ১ আগস্ট থেকে অভিযান শুরু হয়। এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় সাতছড়ি ব্রিজের পাশে দুইটি পাহাড়ের কাছে একটি বাঙ্কার থেকে নয়টি একনালা বন্দুক, তিনটি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। লেফট্যানেন্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী আরও বলেন, ধারণা করা হচ্ছে অস্ত্রগুলো অন্তত তিন থেকে পাঁচ বছর আগের। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও অস্ত্রগুলো কি ধরনের ক্ষমতাসম্পন্ন এবং এগুলোর উৎস সম্পর্কে জানা যায়নি। এনিয়ে বিজিবির কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন