নিউজ ডেস্কঃ হালদায় অভিযান চালিয়ে ৫০০ মিটার ঘেরা জাল, ৪০০ মিটার ভাসান জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়। হালদায় মা মাছ, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত কঠোর অভিযান চলবে বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. শাহিদুল আলম। তিনি বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে হালদায় অভিযান চালিয়ে ৯০০ মিটারের বিভিন্ন ধরণের জাল জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে কয়েকটি স্থানে মাছ শিকারের চেষ্টা করলে ধাওয়া দেওয়া। এতে তারা পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।