নিউজ ডেস্কঃ অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে মো. সিরাজুল মামুনকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ জরিমানা করেন পরিবেশ অধিদফতর, চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী। পাহাড় কাটার বিষয়ে নুরুল্লাহ নুরী বলেন, বায়েজিদ থানাধীন চৌধুরীনগর এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলামের বিরুদ্ধে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়। অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।