News71.com
 Bangladesh
 01 Sep 21, 12:16 AM
 756           
 0
 01 Sep 21, 12:16 AM

কক্সবাজারে বিদ্যুতের শক দিয়ে বন্যহাতি হত্যা॥গ্রেপ্তার ১

কক্সবাজারে বিদ্যুতের শক দিয়ে বন্যহাতি হত্যা॥গ্রেপ্তার ১

নিউজ ডেস্কঃ কক্সবাজারের রামুতে বিদ্যুতের শক দিয়ে হত্যা করা একটি বন্যহাতির খণ্ড-বিখণ্ড মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন পাহাড়ি এলাকার ধানক্ষেত থেকে হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।গ্রেপ্তার নজির আহমদ (৭০) রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকার বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে।স্থানীয়দের বরাতে সাজ্জাদ বলেন, সোমবার রাতে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন পাহাড়ি এলাকায় স্থানীয় ধানক্ষেতে খাবার খেতে নামে ৫ থেকে ৬ টি বন্যহাতির দল। এসময় ধানক্ষেতটির মালিক নুরুল ইসলাম ও তার স্বজনরা হাতিগুলো তাড়ানোর চেষ্টা চালায়।

রেঞ্জ কর্মকর্তা জানান, এক পর্যায়ে তারা ধানক্ষেত থেকে তাড়ানোর জন্য হাতিগুলোকে বিদ্যুতের শক দেয়। এতে অন্য হাতিগুলো পালিয়ে যেতে সক্ষম হলেও একটি হাতি ঘটনাস্থলে মারা যায়। পরে মৃত হাতিটিকে ধারালো অস্ত্র দিয়ে খণ্ড-বিখণ্ড করার পর ধানক্ষেতে মাটি চাপা দেয়।স্থানীয় এ বন কর্মকর্তা বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহকারী ভূমি কমিশনার রিগ্যান চাকমার নেতৃত্বে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে হাতিটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ঘটনায় ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা বাদী হয়ে রামু থানায় সাধারণ ডায়েরি এবং কক্সবাজার বন আদালতে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন