News71.com
 Bangladesh
 02 Sep 21, 12:11 AM
 795           
 0
 02 Sep 21, 12:11 AM

চট্টগ্রামের হাটহাজারীতে পাগলা কুকুরের উপদ্রব॥কামড়ে আহত ১৭

চট্টগ্রামের হাটহাজারীতে পাগলা কুকুরের উপদ্রব॥কামড়ে আহত ১৭

নিউজ ডেস্কঃ হাটহাজারীতে পাগলা কুকুরের উপদ্রব বেড়েই চলছে। বিভিন্ন এলাকা থেকে কুকুরগুলো একত্রিত হয়ে শিশুসহ কামড়ে ১৬ জনকে আহত করেছে। যাদের মধ্যে ৬-৭ জন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার কালাবাদশা পাড়া, মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। এসব এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক।

আহতরা হলেন- মো. মাসুম (৮) তানভীর (৭), মোহসনা (৪৪), আবদুল হামিদ (৬), সুমাইয়া আক্তার (৩), মারুফ হোসেন (৮), সালমা (১৫), জয়নাল আবেদীন (২৫), মুক্ত আচার্য (১৮), নিশু আক্তার (১১), হারুন (৬০), নাদিয়া সৈয়দ (১২), সীমা আক্তার (১১), আনিছা (৬), এহসান (১৪) ও মো. মামুন (৩০)। কালাবাদশা পাড়ার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আহসানুল করিম বলেন, মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আমাদের কালাবাদশা পাড়া ও চারিয়া এলাকার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে, কুকুরগুলো আমাদের এলাকার না। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৃষা দাশগুপ্ত বলেন, কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের কাছে ৬-৭ জন চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন