News71.com
 Bangladesh
 08 Sep 21, 11:51 PM
 518           
 0
 08 Sep 21, 11:51 PM

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পোস্ট নিয়ে দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষ॥আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পোস্ট নিয়ে দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষ॥আহত ১৫

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আবেদীনের ছোট ভাই মোসলেম উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টটি সাবেক ইউপি সদস্য আব্দুল আলীর নজরে এলে তিনি গত ১ সেপ্টেম্বর মোসলেম উদ্দিনকে মারধর করেন। স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। এর জের ধরে বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন