News71.com
 Bangladesh
 12 Sep 21, 11:21 PM
 500           
 0
 12 Sep 21, 11:21 PM

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাকে ট্রেনের ধাক্কা॥দুই ভাইয়ের পর মারা গেলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাকে ট্রেনের ধাক্কা॥দুই ভাইয়ের পর মারা গেলেন বাবা

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাইয়ের মৃত্যু পর চিকিৎসাধীন অবস্থায় তাদের বাবারও মৃত্যু হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালশহর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রাজঘর এলাকার সাদেক মিয়া তার ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। অটোরিকশার আরোও দুই যাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে তালশহরের উদ্দেশে ছেড়ে আসে। অটোরিকশাটি তালশহর রেলক্রসিং পার হচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি যাত্রীসহ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই ভাই পাবেল ও রুবেল মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় তাদের বাবা সাদেক মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহ জানান, খবর পেয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ রহমানসহ পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন