News71.com
 Bangladesh
 23 Sep 21, 08:09 PM
 475           
 0
 23 Sep 21, 08:09 PM

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা গাড়ি নিলামের সুপারিশ॥

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা গাড়ি নিলামের সুপারিশ॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিলামযোগ্য গাড়িগুলো নিলামের যথাযথ ব্যবস্থা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রণজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা অংশ নেন। বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত যে সব উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে সেসব প্রকল্পের আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতিসহ বন্দরের বর্তমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।

ইতোপূর্বে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীক্ষা নিরীক্ষাপূর্বক রিপোর্ট দিতে কমিটিতে প্রেরিত ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১’ সম্পর্কে আলোচনা করা হয় এবং বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করার জন্য পুনরায় মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয় এবং বন্দরের ভেতরে পড়ে থাকা নিলামযোগ্য গাড়িগুলো নিলামের যথাযথ ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন