নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্বর থেকে তিন কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) মাদককারবারি চক্রের সদস্য রোহিঙ্গা আব্দুল লতিফকে (৬৪) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা। শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লতিফ পৌরসভার অলিয়াবাদে একটি ভাড়া বাসায় থাকতেন। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) ও সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে অলিয়াবাদ শাপলা চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি শপিংব্যাগসহ রোহিঙ্গা লতিফকে আটক করা হয়। পরে তার শপিংব্যাগ তল্লাশি করে তিন কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। আটক মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।