নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, আখাউড়া ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে তিনটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত। শুক্রবার (২৯ অক্টোবর) ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে। আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দুটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।
একই দিনে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আরেক অনুষ্ঠানে হাই কমিশনার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। দুই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। নতুন ও অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সগুলি চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীদের মানসম্মত জরুরি সেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট প্রদানে সাহায্য করবে।