নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথমবর্ষের ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৪ দশমিক ৫৬ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী। এর আগে শনি ও রোববার (৩০ ও ৩১ অক্টোবর) ৪ শিফটে নেওয়া হয় ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা। ডি-ইউনিটে ৫৪ হাজার ২৫২ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ৩৫ হাজার ৫০২ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৪৪ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ৭৫০ জন। ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, পরীক্ষায় মোট ৬৫ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষায় একজন প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছে। এ ছাড়া পুরো পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।