News71.com
 Bangladesh
 13 Nov 21, 02:45 PM
 403           
 0
 13 Nov 21, 02:45 PM

চট্টগ্রামে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত॥

চট্টগ্রামে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে কারও মৃত্যু হয়নি। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ হাজার ২৯৫টি। শনিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন বিআইটিআইডি ল্যাবে ৩০৫টি, চমেক ল্যাবে ৮২টি, সিভাসু ল্যাবে ১৩টি, অ্যান্টিজেন টেস্ট ১৭টি, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২৭টি, শেভরন ল্যাবে ৩৪৮টি, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২৯টি, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৫৩টি, এপিক হেলথ কেয়ারে ১৪টি, ল্যাব এইডে ১টি ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে সিভাসু ল্যাবে ২জন, অ্যান্টিজেন টেস্টে ৩ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২ জন, শেভরনে ১ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১ জন ও এপিক হেলথ কেয়ারে ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
উপজেলার মধ্যে সাতকানিয়ায় ১ জন, ফটিকছড়িতে ১ জন ও হাটহাজারীতে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নগরে ৭৪ হাজার ১৬ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৮৫ জন সহ মোট ১ লাখ ২ হাজার ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি নগরে ৭২৩ জন এবং উপজেলায় ৬০৩ জন সহ মোট ১ হাজার ৩২৬ জন মৃত্যুবরণ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন