নিউজ ডেস্কঃ রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানে বাসি ও রং মেশানো খাবার। বিক্রি হচ্ছে অনুমোদনহীন এনার্জি ড্রিংক। ওষুধে নেই মেয়াদ। এমন চিত্রই উঠে এসেছে নগরের প্রবর্তক মোড়, বিপ্লব উদ্যান, চিটাগং শপিং ও কাজীর দেউড়ি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে। আজ সোমবার (১৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক চট্টগ্রামের সার্বিক সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। অভিযানে অননুমোদিত এনার্জি ড্রিংক, রং, মেয়াদোত্তীর্ণ ওষুধ, পণ্য ও বাসি খাবার ধ্বংস করা হয়। পাশাপাশি একটি লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা, ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।