নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে অপহরণের শিকার মো. হাবিবুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাপি অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) তাকে উদ্ধার করা হয়। আটকরা হলেন, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার মো. নাসিমের ছেলে মো. ইকবাল হোসেন (৩২) ও কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. নুরুল হকের ছেলে মো. রাশেদুল হক (৩৪)।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাইরুল ইসলাম জানান, ভুক্তভোগীকে নিয়ে অপহরণকারীরা হোটেলে অবস্থান করছে, এমন খবর পেয়ে সোমবার সকালে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন লোক পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয় এবং হাবিবুল্লাহকে উদ্ধার করা হয়। এর আগে, রোববার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে দুর্বৃত্তরা হাবিবুল্লাহকে অপহরণ করে। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। রোববার রাতে ঘটনাটি র্যাবকে জানানো হলে হাবিবুল্লাকে উদ্ধারে অভিযান শুরু হয়।