News71.com
 Bangladesh
 20 Nov 21, 11:19 AM
 467           
 0
 20 Nov 21, 11:19 AM

কুমিল্লায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০॥

কুমিল্লায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০॥

নিউজ ডেস্কঃ কুমিল্লার হোমনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের সিনাই এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সোহাগ ফকির, রাসেল মোল্লা, নাজিম আহমেদ, পলাশ মুন্সি, আমান উল্লাহ, দিদার হোসেন, পিয়ার আলীসহ অন্তত ১০ জন। জানা যায়, উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ভৈরব উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বিট পুলিশের সভা ছিল।

। দুপুর সাড়ে ১২টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তার কর্মী-সমর্থকদের নিয়ে ভৈরব উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে সিনাই এলাকায় অবস্থানরত নৌকা প্রতীকের প্রার্থী নাজিউর রহমান ভূঁইয়ার নির্বাচনী অফিস অতিক্রমকালে দুই পরে মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নৌকা প্রতীকের প্রার্থী নাজিউর রহমান ভূঁইয়া জানান, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বহিরাগত লোকজন নিয়ে আমার সিনাই অফিসে নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা করেছে। এতে আমার ৬-৭ জন নেতাকর্মী আহত হয়েছে। পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন