নিউজ ডেস্কঃ ফেনীতে পুলিশ বিভাগে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার শুরু করেছে। আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের দুইটি টিম আধুনিক এ প্রযুক্তি ব্যবহার করছে। রবিবার (২৮ নভেম্বর) ছাগলনাইয়া ও পরশুরামের ইউপি নির্বাচনে বব্যহার শুরু হয়েছে এ প্রযুক্তি। মোট ছয়টি ক্যামেরার মধ্যে চারটি ছাগলনাইয়ায় এবং দুইটি পরশুরামে ব্যবহৃত করা হচ্ছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
এ প্রযুক্তি প্রসঙ্গে পুলিশ সুপার জানান, দায়িত্বরত পুলিশের পোশাকের মধ্যে বিশেষ পন্থায় ভিডিও ক্যামেরা সজ্জিত থাকে। প্রয়োজন মুহূর্তে ক্যামেরা চালু করে ঘটনার বিস্তারিত নিখুঁতভাবে ধারণ করা যায় এবং অপরাধ সংঘটনের কারণ ও অপরাধীকে সহজে চিহ্নিত করা যায়। পুলিশ সুপার আরও জানান, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে এ প্রযুক্তি যুক্ত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় ফেনীতে এ প্রযুক্তি নিয়মিত ব্যবহার হবে।