News71.com
 Bangladesh
 28 Nov 21, 12:31 PM
 439           
 0
 28 Nov 21, 12:31 PM

ফেনীতে নির্বাচনী মাঠে ব্যবহার হচ্ছে বডি ওর্ন ক্যামেরা॥

ফেনীতে নির্বাচনী মাঠে ব্যবহার হচ্ছে বডি ওর্ন ক্যামেরা॥

নিউজ ডেস্কঃ ফেনীতে পুলিশ বিভাগে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার শুরু করেছে। আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের দুইটি টিম আধুনিক এ প্রযুক্তি ব্যবহার করছে। রবিবার (২৮ নভেম্বর) ছাগলনাইয়া ও পরশুরামের ইউপি নির্বাচনে বব্যহার শুরু হয়েছে এ প্রযুক্তি। মোট ছয়টি ক্যামেরার মধ্যে চারটি ছাগলনাইয়ায় এবং দুইটি পরশুরামে ব্যবহৃত করা হচ্ছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

এ প্রযুক্তি প্রসঙ্গে পুলিশ সুপার জানান, দায়িত্বরত পুলিশের পোশাকের মধ্যে বিশেষ পন্থায় ভিডিও ক্যামেরা সজ্জিত থাকে। প্রয়োজন মুহূর্তে ক্যামেরা চালু করে ঘটনার বিস্তারিত নিখুঁতভাবে ধারণ করা যায় এবং অপরাধ সংঘটনের কারণ ও অপরাধীকে সহজে চিহ্নিত করা যায়। পুলিশ সুপার আরও জানান, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে এ প্রযুক্তি যুক্ত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় ফেনীতে এ প্রযুক্তি নিয়মিত ব্যবহার হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন