News71.com
 Bangladesh
 09 Dec 21, 08:05 PM
 396           
 0
 09 Dec 21, 08:05 PM

সেন্টমার্টিন ঘুরতে নেওয়ার কথা বলে ৪ স্কুলছাত্রকে অপহরণ॥

সেন্টমার্টিন ঘুরতে নেওয়ার কথা বলে ৪ স্কুলছাত্রকে অপহরণ॥

নিউজ ডেস্কঃ সেন্টমার্টিন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কক্সবাজারের রামু উপজেলার চার স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে রোহিঙ্গারা। গত মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ মাঙ্গালা পাড়ার একটি রিসোর্ট থেকে ওই স্কুল শিক্ষার্থীদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন- ওই এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ কায়সার (১৪), মোহাম্মদ আলমের ছেলে মিজানুর রহমান নয়ন (১৪), আব্দুস সালামের ছেলে জাহেদুল ইসলাম (১৫) ও ফরিদুল আলমের ছেলে মিজানুর রহমান (১৪)। এদের মধ্যে জাহেদুল সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বাকিরা অষ্টম শ্রেণিতে পড়ে। তাদের প্রতিবেশী হাজি আবদুস শুক্কুর বলেন, এলাকার বাতিঘর রিসোর্টের কর্মচারী রোহিঙ্গা জাহাঙ্গীর আলম ও মো. ইব্রাহীমের সঙ্গে ওই শিক্ষার্থীদের সম্পর্ক গড়ে উঠেছিল। সে সম্পর্কের সূত্র ধরেই তাদের মধ্যে সেন্টমার্টিন বেড়াতে যাওয়ার কথা হয়। সন্তানদের জীবিত ফিরে পেতে অভিভাবকরা রামু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন