News71.com
 Bangladesh
 18 Dec 21, 11:17 AM
 403           
 0
 18 Dec 21, 11:17 AM

চট্টগ্রামে জেলা প্রশাসনের বিজয় কনসার্টে উপচে পড়া ভিড়॥  

চট্টগ্রামে জেলা প্রশাসনের বিজয় কনসার্টে উপচে পড়া ভিড়॥   

নিউজ ডেস্কঃ করোনা মহামারির কারণে বড় ধরনের কনসার্টের দেখা পায়নি দর্শকেরা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করে 'বিজয় কনসার্ট'। তাই এ মহা আয়োজনে ছিল দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের নয়টি জনপ্রিয় ব্যান্ডদলের অংশগ্রহণে “বিজয় কনসার্টে" গান পরিবেশন হয়েছে।ব্যান্ডদলগুলোর মধ্যে -অর্থহীন, শিরোনামহীন, ভাইকিং, সোলস, ওয়ারফেইজ, অ্যাভয়েডরাফা, আরভোভাইরাস, আর্টসেল ও তীরন্দাজ। চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে যৌথভাবে “বিজয় কনসার্ট” এর আয়োজ করা হয়েছে।


কনসার্টে ১৫ হাজার দর্শক বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্যালারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেছেন। দেড় হাজার আমন্ত্রিত অতিথি স্টেডিয়ামের ভিতরে বসে অনুষ্ঠান উপভোগ করেছেন। কনসার্টে বাইরে থেকে খাবার বা পানির বোতল নিয়ে মূল ফটকে প্রবেশ নিষিদ্ধ ছিল। শ্রোতাদের জন্য স্টেডিয়ামের ভিতরে অস্থায়ী হালকা খাবারের দোকানের ব্যবস্থা ছিল। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ, আনসার বাহিনী ও র‌্যাব সদস্যরা নিয়োজিত ছিলেন। কনসার্টের প্রবেশপথ থেকে ও অন্যান্য গেইটগুলোতে ৪২০ জন স্বেচ্ছাসেবক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড দায়িত্ব পালন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন