News71.com
 Bangladesh
 21 Dec 21, 11:26 AM
 382           
 0
 21 Dec 21, 11:26 AM

চট্টগ্রামে হেলে পড়েছে ৩ তলা ভবন॥

চট্টগ্রামে হেলে পড়েছে ৩ তলা ভবন॥

নিউজ ডেস্কঃ নগরের সদরঘাট এলাকার একটি তিন তলা ভবন হেলে পড়েছে। সিডিএ’র ড্রেনেজ ব্যবস্থার খনন কাজের জন্য ভবনটি হেলে পড়েছে বলে দাবি ভবন মালিকের। সোমবার (২০ ডিসেম্বর) রাতে সদরঘাট থানার স্ট্যান্ডরোডের আনুমাঝির ঘাট এলাকায় ভবনটি হেলে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভবনটির বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ শুরু করে। ভবনের মালিক শুভ দাশ বলেন, সিডিএ’র ড্রেন নির্মাণের কাজের কারণে ভবনটি হেলে পড়েছে। মাটি খননের কারণে ভবনের গোড়া থেকে মাটি সরে যায়। ভবনের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় দুপুর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরাতে শুরু করি। রাত হতে হতে আরও বেশি হেলে পড়েছে ভবনটি। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিস এনামুল হক বলেন, ঘটনাস্থলে এসে ভবন ও তার আশপাশের জনসাধারণকে সরিয়ে নেওয়া শুরু করেছি। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন ও কাউন্সিলরকে জানানো হয়েছে। ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পাশে একটি মন্দিরও রয়েছে সেটিও কিছুটা হেলে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন