News71.com
 Bangladesh
 24 Dec 21, 05:59 PM
 348           
 0
 24 Dec 21, 05:59 PM

চট্টগ্রামে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক॥

চট্টগ্রামে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক॥

নিউজ ডেস্কঃ নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরির অভিযোগে মো. রাকিব হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৭। রাকিব হোসেন ভোলা জেলার সদর থানার কুঞ্জপট্টি এলাকার মো.বাবুল আক্তারের ছেলে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি জানান, দক্ষিণ হালিশহর ফ্রি পোর্ট ইপিজেড গেটের বিপরীত পাশের সততা টেলিকমে ব্যক্তিগত কম্পিউটারে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে প্রতারণাসহ জালিয়াতির উদ্দেশ্যে তথ্য সংরক্ষণ ও বহন করছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ৯টার দিকে অভিযান চালিয়ে মো. রাকিব হোসেনকে আটক করা হয়। রাকিব ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরনের ভুয়া সনদ তৈরির কথা স্বীকার করে। দোকানে তল্লাশি করে ভুয়া এনআইডি কার্ডসহ ভুয়া সনদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন