News71.com
 Bangladesh
 25 Dec 21, 11:43 AM
 392           
 0
 25 Dec 21, 11:43 AM

কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় ৭ দফা সিদ্ধান্ত॥  

কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় ৭ দফা সিদ্ধান্ত॥   

নিউজ ডেস্কঃ কক্সবাজারে ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে সাত দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের এক সভায় এসব সিন্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক আলোচনা শেষে নিচের সাত দফা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সব আবাসিক হোটেলে রুম বুক দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও দাখিল করা, আবাসিক হোটেলসমূহে অনুসরণীয় একটি অভিন্ন আদর্শ কর্মপদ্ধতি (এসওপি) প্রণয়ন করা, প্রতিটি হোটেলে কক্ষ সংখ্যা, মূল্য তালিকা ও খালি কক্ষের সংখ্যা সম্বলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন, পর্যটকদের সুবিধার্থে ডলফিন মোড়ে সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্প ডেস্ক স্থাপন, প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু/জোরদার করার পাশাপাশি হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং ও সমাজবিরোধীদের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা এবং হোটেল মোটেল মালিক সমিতি জেলা প্রশাসনের সহায়তায় তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন