News71.com
 Bangladesh
 27 Dec 21, 12:34 PM
 401           
 0
 27 Dec 21, 12:34 PM

চট্টগ্রামে ৬ ইউপিতে স্বতন্ত্র॥ ২১টিতে নৌকার জয়

চট্টগ্রামে ৬ ইউপিতে স্বতন্ত্র॥ ২১টিতে নৌকার জয়

নিউজ ডেস্কঃ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ৩ উপজেলার ২৭ ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ২১টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। রোববার (২৬ ডিসেম্বর) ভোট গণনা শেষ স্ব স্ব ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণায় দেখা যায়, পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ১৩টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। পটিয়ায় বিভিন্ন ইউনিয়নে জয়ী প্রার্থীরা হলেন- হাইদগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বি এম জসিম, কেলিশহর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সরোজ সেন নান্টু, খরনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুল আলম, কচুয়াই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এস এম ইনজামুল হক জসিম, ভাটিখাইন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. বখতেয়ার, ছনহরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সামশুল আলম, ধলঘাট ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রনবীর ঘোষ টুটুন, হাবিলাসদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ফৌজুল কবির, কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া ডালিম, জিরি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলাম টিপু, কাশিয়াইশ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম, কোলাঁগাও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক চৌধুরী, আশিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এম এ হাশেম, জঙ্গলখাইন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ। এছাড়া এ উপজেলার তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে মুহাম্মদ সেলিম, শোভনদণ্ডী ইউনিয়নে এহছানুল হক ও বড়লিয়া ইউনিয়নে শাহীনুল ইসলাম শানু। অন্যদিকে, লোহাগাড়ার উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ৫টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন