নিউজ ডেস্কঃ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে স্থাপন করা হয়েছে বিদ্যুতের সাব স্টেশন। সোমবার (২৭ ডিসেম্বর) নগরের আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিদ্যুৎ সাব স্টেশন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় তিনি বলেন, সরকার চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতালে রূপান্তর করেছে। করোনাকালে নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় এখানে বিদ্যুতের উচ্চক্ষমতা সম্পন্ন সাব স্টেশন স্থাপন করা হলো। আশা করি চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তর করতে বঙ্গবন্ধু কন্যা সকল ধরনের সহযোগিতা করবেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএমএ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সিভিল সার্জন ডা. মো ইলিয়াস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুম, কাউন্সিলর জহর লাল হাজারী, নুরুল আলম মিয়া, রুমকি সেন গুপ্ত প্রমুখ।এসময় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া শিক্ষা উপমন্ত্রীর হাতে ফিল্ড হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতাল বেড হস্তান্তর করেন।