নিউজ ডেস্কঃ বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পটুয়াখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গাজি বাড়িতে তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে চলছে শোকের মাতম। নির্বাক হয়ে আছেন তার বাবা, মায়ের চিৎকারে ভারি হয়ে আসছে আকাশ।
হাবিবুর রহমানের গ্রামের বাড়ি জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতিপুর গ্রামে। তিনি আব্দুল মজিদ সরদারের দ্বিতীয় সন্তান। পরিবার জানিয়েছে, সেনাবাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী জানাজা শেষে নিজের হাতে গড়া বাড়ি পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাজি বাড়ির আঙ্গিনায় দাফন করা হবে তাকে। হাবিবুর রহমানের বড় ছেলে হাসিবুর রহমান বিশ্বাস করতে পারছেন না, তার বাবা আর নেই। অভিযানে যাওয়ার আগে বড় ছেলের সঙ্গে ফোনে কথা বলেন হাবিবুর রহমান। বলেন, ‘কোনো দাবি থাকলে ক্ষমা করে দিও, একটা কাজে বের হচ্ছি।’ শোকে পাথর হলেও দেশের জন্য বাবা প্রাণ উৎসর্গ করায় গর্ববোধ করছেন তিনি।