নিউজ ডেস্কঃ প্রাইভেট প্যাথলজি সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করতে রোগীদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। পাশাপাশি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, হাসপাতাল পরিচ্ছন্ন না করা ও সঠিক সময়ে চিকিৎসক না আসার অভিযোগ রোগী ও স্বজনদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জনবল সংকট সমাধান হলেই উন্নত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব।ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে খালি নেই কোনো শয্যা। অতিরিক্ত চাপে অনেক রোগীর ঠাঁই হয়েছে মেঝেতে। অভিযোগ উঠেছে চিকিৎসার অব্যবস্থাপনা নিয়েও।রোগীর স্বজনদের অভিযোগ, পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে প্যাথলজি বিভাগে গেলে কর্মকর্তা-কর্মচারী পাওয়া যায় না। পাশাপাশি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করে প্রাইভেট হাসপাতালে পরীক্ষা করাতে বাধ্য করে তারা।রোগীর এক স্বজন বলেন, ‘কোনো পরীক্ষাই এখানে করা হয় না। এটা নেই, সেটা নেই বলে বিভিন্ন অজুহাত দেখানো হয়। সব পরীক্ষাই বাইরে করতে হয়। এতে ভোগান্তির পাশাপাশি আমাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।অভিযোগ উঠেছে, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের অপেশাদার আচারণের বিরুদ্ধেও।এক রোগী বলেন, ‘সিস্টারকে ডাক দিলেও তারা আসেন না, কোনো সমস্যা হলেও তাদের সহজে পাওয়া যায় না। ডাক্তাররাও ঠিক মতো আমাদের দেখেন না।সরকারি হাসপাতালের চিকিৎসক, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ানদের প্রাইভেট হাসপাতালে চাকরি বন্ধ করা জরুরি বলে মনে করেন জেলার সচেতন সমাজ।ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি আব্দুন নূর বলেন, ‘উপজেলা পর্যয়ে যদি বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেওয়া হয় তাহলে জেলা হাসপাতালে চাপ কিছুটা হলেও কমবে।তবে, হাসপাতাল কর্তৃপক্ষ শুধু জনবল সংকট নিরসনকেই একমাত্র সমাধান বলছে।২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান বলেন, ‘মূলত এটি ছিল ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। সেটি এখন ২৫০ শয্যাবিশিষ্ট হয়েছে। কিন্তু জনবল বাড়েনি। অন্যদিকে রোগীর সংখ্যা অনেক বেড়েছে। সে কারণেই রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না।জনবল সংকট নিরসনে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিদিন গড়ে তিন থেকে চারশ রোগী এই হাসপাতালে চিকিৎসা সেবা নেন।