নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ সৈয়দ আকবর (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। আকবর উপজেলার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়াপালং এলাকার শামসুল আলমের ছেলে।
এর আগে বুধবার (১১ মে) দিনগত রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া শামশুল আলম মার্কেট সংলগ্ন চৌরাস্তার মাথায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন জানান, মাদক পাচারকারী একটি চক্র পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের জন্য কক্সবাজারের দিকে আসার খবর পায় র্যাব। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৭০ হাজার ইয়াবাসহু আকবর নামে একজন আটক করা হয়। এ সময় তার তিন সহযোগী পালিয়ে যায় বলে জানান র্যাবের এ কর্মকর্তা। এ ব্যাপারে আটক ও তিন পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।