নিউজ ডেস্কঃ বান্দরবানের থানচি উপজেলার জীবননগর নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রাকচালকসহ তিনজন। রোবাবর (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে থানচি থানার নবনির্মিতি কটেজের জন্য লোহা এবং বেশ কিছু ইস্পাত নিয়ে বান্দরবান সদর থেকে থানচি যাচ্ছিল একটি ট্রাক। পথে পাহাড়ি আকাবাঁকা পথ পেরিয়ে ট্রাকটি নীলদিগন্ত পর্যটন কেন্দ্র পার হয়ে জীবননগর নামকস্থানে একটি ঢালু পথে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে গভীর জঙ্গলে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই ট্রাকে থাকা একজনের মৃত্যু হয়। এতে আহত হন আরও তিনজন। আহত তিনজনের ও নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বলেন, আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত ২৬ মে একই স্থানে ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর তাতে তিন পর্যটকের মৃত্যু হয়।