নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের সময় কেমিক্যাল ভর্তি একটি কন্টেইনার বিস্ফোরণে শতাধিক আহতসহ এই পর্যন্ত তিন জন নিহতের সংবাদ পাওয়া গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রস্তুত রাখা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
শনিবার (৪ জুন) দিনগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, চট্টগ্রাম সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের চিকিৎসার জন্য আমাদের ইনস্টিটিউট প্রস্তুত আছে। যখন রোগী আসবে তখন থেকেই তাদের উন্নত মানের চিকিৎসা দেওয়া হবে। সব সময় প্রস্তুত থাকে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটের চিকিৎসকরা।