News71.com
 Bangladesh
 05 Jun 22, 01:38 PM
 1389           
 0
 05 Jun 22, 01:38 PM

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ২১ কর্মী আহত।।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ২১ কর্মী আহত।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সময় কনটেইনার বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ২০ থেকে ২১ জন সদস্য আহত ও অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (৪ জুন) দিনগত রাত দুইটার দিকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এ তথ্য জানান।

তিনি জানান, সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে অপারেশনের থাকা অবস্থায় কনটেইনার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও অসুস্থ হয়ে পরে। তিনি আরও জানান, রাতে এই পর্যন্ত ২০ থেকে ২১ জনের ফায়ার সার্ভিসের সদস্যদের  অসুস্থ ও আহতর হওয়ার সংবাদ পাওয়া গেছে। একটি সূত্র জানান, আগে থেকে যদি জানা যেত সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে কেমিক্যাল আছে তাহলে ফায়ার সার্ভিস সদস্যরা সেই ভাবে প্রস্তুতি নিয়ে যেত। কিন্তু সেটা তাদের জানানো হয়নি এজন্য হতাহতের সংখ্যা বাড়ছে। আগুন নেভানোর সময় কেমিক্যালের ধোঁয়ার কারণে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন