News71.com
 Bangladesh
 05 Jun 22, 01:54 PM
 1111           
 0
 05 Jun 22, 01:54 PM

৫ দিন পর নামলো সমুদ্রবন্দরের সতর্কতা সংকেত।।

৫ দিন পর নামলো সমুদ্রবন্দরের সতর্কতা সংকেত।।

নিউজ ডেস্কঃ  উপকূলে ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় পাঁচ দিন পর সব সমুদ্রবন্দর থেকে নামানো হলো তিন নম্বর সতর্কতা সংকেত। এখন আর মাছ ধরা নৌকা ও সব ধরনের ট্রলারকে গভীর সমুদ্রে যেতে বাধা নেই। শনিবার (০৪ মে) সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গত ৩০ মে থেকে তিন নম্বর সংকেত তোলা হয়েছিল।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান অন্য এক পূর্বাভাসে জানিয়েছেন- লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় রোববার (০৫ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার। সোমবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা কমবে। বর্ধিত পাঁচ দিনে ফের বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন