News71.com
 Bangladesh
 05 Jun 22, 02:32 PM
 1361           
 0
 05 Jun 22, 02:32 PM

ডিপোর রাসায়নিক ছড়িয়ে পড়া ঠেকাতে তৎপর সেনাবাহিনী।।

ডিপোর রাসায়নিক ছড়িয়ে পড়া ঠেকাতে তৎপর সেনাবাহিনী।।

নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে শীতলপুর এলাকায় প্রায় ৭০ কানি জমিতে গড়ে ওঠা বিএম কনটেইনার ডিপোতে ৫০০ মিটারের একটি টিন শেডের ভেতর মজুদ ছিল বিপুল পরিমাণ ‘হাইড্রোজেন পার অক্সাইড’ নামের দাহ্য রাসায়নিক।  এছাড়া আমদানি-রফতানি করা বিভিন্ন পণ্যও এ ডিপোতে রাখা হতো। শনিবার (৪ জুন) রাতে আগুন লাগার পর রাত ১১টার দিকে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় হাইড্রোজেন পার অক্সাইড বাইরে ছড়িয়ে যায়।

রোববার (৫ জুন) সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসব রাসায়নিক যাতে ব্যাপক আকারে ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে কাজ শুরু করেছেন। বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শাহনাজ সুলতানা বলেন, রাসায়নিক যাতে সবদিকে ছড়িয়ে যেতে না পারে সেজন্য সেনাবাহিনীর শতাধিক সদস্য কাজ করছেন। আশপাশে কোনও নালা আছে কি-না তাও খুঁজে দেখা হচ্ছে। এসব রাসায়নিক যাতে সমুদ্রে ছড়িয়ে না পড়ে, সেজন্য চেষ্টা চালাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন