News71.com
 Bangladesh
 05 Jun 22, 02:38 PM
 1224           
 0
 05 Jun 22, 02:38 PM

হাসপাতালে জনসমাগম না করার অনুরোধ শিক্ষা উপমন্ত্রীর।।

হাসপাতালে জনসমাগম না করার অনুরোধ শিক্ষা উপমন্ত্রীর।।

নিউজ ডেস্ক: চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও পার্কভিউ হাসপাতালে সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে।  ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেশ কয়েকজন আহতকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অগ্নি নির্বাপণের জন্য রাতভর কাজ করেছেন।

ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন নিহত হয়েছেন। চট্টগ্রামের আপামর জনসাধারণ ও আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতায় সরকারি-বেসরকারি সকল স্থাপনা মিলে চিকিৎসাসেবা নিশ্চিত হয়েছে এবং চলমান আছে’।  তিনি বলেন, এই মুহুর্তে হাসপাতালে অতিরিক্ত জনসমাগম হলে চিকিৎসাধীনদের সংক্রমণ ঝুঁকি বেড়ে যাবে। তাই হাসপাতালে অতিরিক্ত জনসমাগম না করার জন্য সকলের প্রতি অনুরোধ রইলো। প্রয়োজন হলে চিকিৎসক নার্সরা আহ্বান করবেন, সেদিকে চোখ রাখুন। আমরা ক্ষতিগ্রস্ত সকলের পাশে আছি, যারা নিহত হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন