News71.com
 Bangladesh
 05 Jun 22, 06:23 PM
 1391           
 0
 05 Jun 22, 06:23 PM

সীতাকুণ্ড ট্র্যাজেডি।।ছাত্রলীগের সহায়তা কেন্দ্রে প্রস্তুত ৩০০ ডোনার 

সীতাকুণ্ড ট্র্যাজেডি।।ছাত্রলীগের সহায়তা কেন্দ্রে প্রস্তুত ৩০০ ডোনার 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের দ্রুত সহায়তা ও চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে খোলা হয়েছে দুটি সহায়তা কেন্দ্র। রোববার (৫ জুন) বিকেলের দিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে প্রবেশ মুখে এই সহায়তা কেন্দ্র খোলা হয়। কেন্দ্র দুটির দায়িত্বে আছে বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ছাত্রলীগের শিক্ষার্থীরা।

সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্যরাও অবস্থান করছেন। এছাড়া পাশে আরেকটি সহায়তা বেঞ্চে রয়েছে ঢামেক ছাত্রলীগের শিক্ষার্থী। ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ সাদী মোহাম্মদ শাহেদ ও কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মাসুদ বলেন, সীতাকুণ্ডের দগ্ধদের দ্রুত রক্তের ব্যবস্থা করতে আমরা এখানে আছি। ইতোমধ্যে ৩০০ ডোনার আমরা প্রস্তুত রেখেছি। ও নেগেটিভসহ অন্যান্য সব গ্রুপের রক্ত আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন