News71.com
 Bangladesh
 06 Jun 22, 06:46 PM
 1383           
 0
 06 Jun 22, 06:46 PM

তদন্ত রিপোর্ট বাস্তবায়নে জিরো টলারেন্স।। নৌ প্রতিমন্ত্রী

তদন্ত রিপোর্ট বাস্তবায়নে জিরো টলারেন্স।। নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ এই ঘটনার জন্য দায়ী কিনা তা তদন্ত শেষ না হলে বলা যাবে না। তবে তদন্ত রিপোর্ট বাস্তবায়নে ক্ষেত্রে জিরো টলারেন্স। 

সোমবার (৬ জুন) বিকেলে সোয়া ৩ টায় দিকে বিএম ডিপো পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন আসার আগে কিছু বলা যাবে না। তবে এ ধরণের ঘটনা আমাদের বড় ক্ষতি হয়েছে। বিশেষ করে এটি আমাদের দেশের ভাবমূর্তির ওপর ধাক্কা। আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে যে বাণিজ্য করি তা অনেক প্রশ্নবিদ্ধ করেছে। কাজেই আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। তদন্তে করে যেটা বেরিয়ে আসবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন