News71.com
 Bangladesh
 06 Jun 22, 07:16 PM
 1337           
 0
 06 Jun 22, 07:16 PM

সীতাকুণ্ড ট্র্যাজেডি।।ফায়ার সার্ভিসের ৯ সদস্য নিহত, নিখোঁজ ৩

সীতাকুণ্ড ট্র্যাজেডি।।ফায়ার সার্ভিসের ৯ সদস্য নিহত, নিখোঁজ ৩

নিউজ ডেস্কঃ  চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোয় আগুন ও বিস্ফোরণের ঘটনায় নিহত ও নিখোঁজ ফায়ার সার্ভিসের ১২ সদস্যের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে। সোমবার (০৬ জুন) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের থেকে ভুক্তভোগীদের নাম ও ছবি প্রকাশিত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ ফায়ার কর্মী নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ৩ জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ জন কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবার পরিচয় শনাক্ত করা গেছে। বাকি নিখোঁজ ৩ জনকে খুঁজে পাওয়া যায়নি। তাদের শনাক্তের চেষ্টা চলছে। শনিবার (৪ জুন) রাতের ঘটনার পর থেকে কুমিরা ফায়ার স্টেশনের নিহত সদস্যরা হলেন- ফায়ারফাইটার মো. রানা মিয়া, তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। নার্সিং অ্যাটেনডেন্ট মনিরুজ্জামান, তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। নোয়াখালী জেলার বাসিন্দা ফায়ারফাইটার আলাউদ্দিন, মো. শাকিল তরফদার, রাঙ্গামাটি জেলার বাসিন্দা ও স্টেশন লিডার মিঠু দেওয়ান ও চাঁদপুরের মো. ইমরান হোসেন মজুমদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন