News71.com
 Bangladesh
 08 Jun 22, 11:33 AM
 1273           
 0
 08 Jun 22, 11:33 AM

সাকির ওপরে হামলায় মির্জা ফখরুলের নিন্দা ও প্রতিবাদ।।

সাকির ওপরে হামলায় মির্জা ফখরুলের নিন্দা ও প্রতিবাদ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গেলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির ওপর ছাত্রলীগের সহিংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ জুন) রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘এ হামলা নারকীয় এবং ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে আহতদের সহমর্মিতা জানাতে হাসপাতালে দেখতে গেলে জুনায়েদ সাকির ওপর হামলা কেবলমাত্র কাপুরুষদের দ্বারাই সম্ভব। এই হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধের চরম বিরোধী। সরকার হিংস্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে যে দেশ চালাতে চায়, আজকের ঘটনা তারই প্রমাণ। এই হামলা সরকারের সব ব্যর্থতা থেকে দৃষ্টি ফেরানোর কৌশল। এই সহিংস ঘটনায় পৈশাচিক নাৎসীবাদ আরও তীব্র মাত্রায় আত্মপ্রকাশ করলো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন