নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ জুন) সকাল সোয়া ১১টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বাংলানিউজকে বলেন, বিএম কনটেইনার ডিপোতে দৃশ্যমান আগুন না থাকার কারণে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে আমাদের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আমাদের যন্ত্রপাতি ও গাড়িসহ সবকিছু নিয়ে চলে এসেছি। সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার (৪ জুন) রাতে। এ ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন দেড় শতাধিক। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে তারা চিকিৎসাধীন রয়েছেন।