নিউজ ডেস্কঃ ১১৮ টি সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হতো সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো। এসব ক্যামেরার তথ্য সংরক্ষিত হতো সাতটি ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিনে। মেশিনগুলো নিজেরদন হেফাজতে নিয়েছে সিআইডি।
শনিবার(১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মোহাম্মদ শরীফের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত টিম ডিপো পরিদর্শন করে ডিভিআর মেশিনগুলো জব্দ করেন। জানা গেছে, সকালে সিআইডির একটি টিম কনটেইনার ডিপোর ভেতরে ক্ষতিগ্রস্ত আইটি কক্ষে যায়। সেখান থেকে তারা বিভিন্ন ছবি ও তথ্য সংগ্রহ করে। এরপর উদ্ধার করা ডিভিআর মেশিনের পোড়া অংশগুলো জব্দ করে। সিআইডি পরিদর্শক মোহাম্মদ শরীফ বলেন, কনটেইনার ডিপোর ডিজিটাল আলামতগুলো জব্দ করেছি। বিস্ফোরণের কারণে আইটি কক্ষটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সিসি ক্যামেরার ডেটা সংরক্ষণ করা ডিভিআর মেশিনগুলো জব্দ করা হয়েছে।