News71.com
 Bangladesh
 13 Jun 22, 01:18 PM
 963           
 0
 13 Jun 22, 01:18 PM

রাত পোহালেই শেষ হচ্ছে ইউপি নির্বাচন।।

রাত পোহালেই শেষ হচ্ছে ইউপি নির্বাচন।।

নিউজ ডেস্কঃ রাত পোহলেই শেষ হচ্ছে চট্টগ্রামের ৬ উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদে নির্বাচনের প্রচারণা। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে প্রার্থীরা। এরই মধ্যে জমে উঠেছে প্রার্থীদের কথার লড়াই।  নবম ধাপের এই ইউপি নির্বাচনে বাঁশখালী উপজেলার ১৩ ইউপি ছাড়াও ফটিকছড়ি উপজেলার ভূজপুর, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ, কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা, পটিয়া উপজেলার ছনহরা ও আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

অন্যান্য উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হলেও সবার চোখ থাকবে বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়নে। এ উপজেলার প্রায় সবকটি ইউপিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করায় অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তেব্যের জেরে চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া পুলিশ নিয়ে মন্তব্য করায় পুইঁছড়ি ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে সতর্ক করা হয়েছে। সব মিলিয়ে ভোটের মাঠের উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন