নিউজ ডেস্কঃ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে সংসদ সদস্যকে (এমপি) এলাকা ত্যাগ করতে বলা তার মৌলিক অধিকারে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তাদাতাদের সম্মাননা প্রদানের এই অনুষ্ঠানের আয়োজন করে। কুসিক নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিনকে গত ৮ জুন এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু তিনি এলাকা ছাড়েননি। তথ্যমন্ত্রী বলেন, এমন হলে তো জাতীয় নির্বাচনের সময় আমাদের সবাইকে ঢাকা শহর ত্যাগ করতে হবে। পৃথিবীর কোথাও এমন নিয়ম নেই। আগে ইসি কি ভুল করেছে সেটি নির্ণয় করা জরুরি।