নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনায় হতাহতের ব্যাপারে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।
তবে এই পর্যন্ত একটি অটোমেটিক এসল্ট রাইফেল, এবং বিপুল পরিমাণ তাজাগুলি উদ্ধার করার তথ্য দিয়েছেন ৮ এপিবিএনের ক্যাম্প কমান্ডার কামরান হোসেন । তিনি জানান, বৃহস্পতিবার( ১৬ জুন) রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ক্যাম্প-১৮ তে ৮ এপিবিএন এর সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি ঘটনা ঘটে। এর পরেই অভিযান চালিয়ে একটি অটোমেটিক এসল্ট রাইফেল, ৪৯১ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে বলে জানা তিনি।