News71.com
 Bangladesh
 18 Jun 22, 10:02 AM
 1023           
 0
 18 Jun 22, 10:02 AM

আখাউড়ায় ভারী বর্ষণ-পাহাড়ি ঢলে ৭ গ্রাম প্লাবিত।।

আখাউড়ায় ভারী বর্ষণ-পাহাড়ি ঢলে ৭ গ্রাম প্লাবিত।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনভর ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টসহ উপজেলার সীমান্তবর্তী অন্তত সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এসব এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ভারত সীমান্তবর্তী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, বঙ্গেরচর, রহিমপুর ও সাহেবনগর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় সবজি ক্ষেত, ফসলি জমি, পুকুরসহ বাড়িঘর তলিয়ে গেছে পানির নিচে।

আখাউড়ার ওপর দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদী এবং স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে চলা কালন্দি খাল দিয়ে পাহাড়ি ঢলের পানি তীব্র বেগে প্রবেশ করছে। আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, বন্যা পরিস্থিতির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানানো হয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বারদের প্লাবিত এলাকার মানুষদের খোঁজ-খবর রাখতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন