News71.com
 Bangladesh
 18 Jun 22, 12:07 PM
 1245           
 0
 18 Jun 22, 12:07 PM

আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট।।সিএনজি চালকের মৃত্যু 

আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট।।সিএনজি চালকের মৃত্যু 

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের দালালবাজারে একটি দোকানের আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলম (১৮) নামে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৭ জুন) দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার দালালবাজারের মাছহাটার পাশে এ ঘটনা ঘটে।  নিহত আলম দালালবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. ইউসুফের ছেলে। 

আগুনে ‘রাজু স্টোর’ নামের একটি কনফেকশনারি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ‘রাজু স্টোর’-এ বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুন লাগে। এ সময় সিএনজি অটোরিকশা চালিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন আলম। তিনি দোকানে আগুন জ্বলতে দেখে দোকানের শাটার খোলার চেষ্টা করে। মুহুর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। উপস্থিত লোকজন শুকনো কাঠ দিয়ে তাকে সরিয়ে সেখান থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করে।  এদিকে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।  দালালাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন